‘যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না ইরান’

277

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, মার্কিন কর্মকর্তারা যুদ্ধ চান না বলে দাবি করলেও তাদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। 

সাঈদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক। সম্প্রতি তিনি রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।সাবেক এ পরমাণু আলোচক বলেন, ইরান গঠনমূলক আলোচনা চায়। যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের কাছে ইরান কখনো মাথা নত করবে না। তেহরান তার অধিকার, স্বার্থ ও মূল্যবোধ রক্ষা করবে।

জালিলি বলেন, শত্রুরা বলছেন তারা যুদ্ধ করতে চান না বরং ইরানের সঙ্গে সংলাপ চান কিন্তু তাদের বুঝতে হবে যে, ইরানের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞা আরোপকে তেহরান যুদ্ধ বলে বিবেচনা করে। তিনি সুস্পষ্ট করে বলেন, এর কোনো একটি পদক্ষেপ বিনা জবাবে পার পাবে না।

সাঈদ জালিলি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো কোনো কর্মকর্তা নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বলেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ঘোষণা দেন। এগুলো কী ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ নয়?

Leave A Reply

Your email address will not be published.