রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন

325

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুণর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। খবর ইউএনবি’র।

আজ রোরবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।’

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকান্ড ও ব্লু ইকোনমি’র বিষয় জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।’

এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.