“এই ছবির কোনো ক্যাপশন লাগে না”

423

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ফাইনাল জয়ের কৃতিত্ব দলের সব সদস্যকে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর পর ট্রফি হাতে টাইগার অধিনায়কের উচ্ছ্বাসে ভরা এক আনন্দময় হাসির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাইক আর কমেন্টের বন্যায় ফেসবুকে ভাসছে ছবিটি। এটি শেয়ার করেছেন অগনিত মাশরাফি ভক্ত।সিয়াম নামের এক ভক্ত লিখেছেন, এই হাসির মূল্য কোটি টাকা। অন্য আরেকজন লিখেছেন, এই হাসি মাশরাফির প্রাপ্য।

ফাহিম নামের একজন লিখেছেন, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার আপনি। আপনার হাত ধরে এলো প্রথম শিরোপা। এবার আসুক বিশ্বকাপটাও।

মুক্তাদিম নামে এক ভক্ত লিখেছেন, দয়া করে এখনই অবসর নিয়েন না। আপনি চলে গেলে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। সেট ব্যাটসম্যানকে কে সাজঘরে ফেরাবে?  

আসিফ ইকবাল লিখেছেন,  ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত মাশরাফির মুখে এমন হাসি বার বার দেখতে চাই। বোলিংয়ে এমন আগুন দেখতে চাই। অনেক অনেক ভালবাসা মাসরাফির জন্য। 

অন্য আরেক ভক্ত লিখেছেন, বিশ্বকাপের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক কঠিন দলকে মোকাবিলা করতে হবে। মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ এভাবেই সফল হবে।

শোয়েব নামের এক ভক্ত কমেন্ট করেছেন, এই ছবির কোনো ক্যাপশন লাগে না। এবার বিশ্বকাপে টাইগাররা নিজেদের সেরাটা দিবে। আর মাশরাফি সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয় করতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.