ইরান হামলার পরিকল্পনায় ১ লাখ ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

317

আর্ন্তজাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। অনেকদিন ধরেই চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। সেই ধারাবাহিকতায় এবার ইরানকে মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশ করা হয়েছে।এ ব্যাপারে খবরে বলা হয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ইরান নিয়ে নতুন পরিকল্পনা তুলে ধরেন। সেখানে ইরানে হামলার কলাকৌশল নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় থেকেই এমন সিদ্ধান্ত আসে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার পরিকল্পনা এবং কতজন সেনা মোতায়েন করা হবে ট্রাম্প নিজেও এমন ঘোষণা দিতে পারেন অথবা তার পক্ষে অন্য কেউ পরিকল্পনা গণমাধ্যমকে জানাবেন।

Leave A Reply

Your email address will not be published.