‘যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না’

283

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্রের জনগণ। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে স্থানীয় সময় বুধবার একথা বলেছেন আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ই. মাইকেল জোন্স।

তিনি বলেন, ইসরায়েলি লবি যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দিতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ তা চায় না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি লবি মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ বাধাতে চাইছে।আমেরিকা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে। শুধু তাই নয় ইরাকে মার্কিন দূতাবাস ও কন্স্যুলেট ভবন থেকে জরুরি নয় -এমন লোকজনক দ্রুত দেশে ফিরিয়ে নিচ্ছে।

তবে ইরানি কর্মকর্তারা বলছেন, এসবই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ; তারা ইরানের সঙ্গে সরসারি সামরিক সংঘাতে জড়াবে না। 

ইরানের সর্বোচ্চ নেতা খােমেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আছে তবে যুদ্ধ হবে না। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে না; তারা পরাজিত হবে।

Leave A Reply

Your email address will not be published.