কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

341

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার লক্ষ্যে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই নির্বাহী যেসব মার্কিন কোম্পানি ছাড়া বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে।

ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে আছে।

যদিও ওই নির্বাহী আদেশে ট্রাম্প নির্দ্দিষ্ট করে কোনও কোম্পানির নাম উল্লেখ করেননি।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.