এবার সৌদি আরবের দুটি ওয়েল স্টেশনে হামলা

313

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের দুটি ওয়েল স্টেশনে হামলা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে লোহিত সাগরসংলগ্ন সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। সৌদি সরকারের অভিযোগ, ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা’র।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ ইয়েমেনি ড্রোনের আঘাতে তাদের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ড্রোন হামলায় মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট পাইপ লাইনের দুটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাইপ লাইনের সাহায্যে আশ-শারকিয়া প্রদেশের তেল খনিগুলো থেকে উত্তোলিত তেল রেড সি উপকূলবর্তী ইয়ানবু বন্দরে নিয়ে যাওয়া হয়।

সৌদি মন্ত্রী আরও বলেন, ড্রোনের হামলায় পাইপ লাইনের ৮ নম্বর স্টেশনে আগুন ধরেছে; তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.