রোববার দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১৯৫০ মিটার

253

নিউজ ডেস্ক: রোববার (১৯ মে) যে কোনো সময় পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানোর সম্ভাবনা রয়েছে। এ স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুর মূল কাঠামোর ১৯৫০ মিটার দৃশ্যমান হবে। ১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, এই স্পেনটি বসানো শেষ হলে এ মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর পরিকল্পনা রয়েছে। রোববার সকালে ৩ হাজার ৬ শ টন ওজন ক্ষমতার শক্তিশালী ক্রেনবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ স্প্যানটিকে খুঁটির কাছে নিয়ে যাবে। এবং আবহাওয়াসহ সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে স্প্যানটি সফলভাবে পিলারে বসানো হবে।

এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান।

Leave A Reply

Your email address will not be published.