ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতা গুইদোর ‘ডেপুটি’ আটক

437

আর্ন্তজাতিক ডেস্ক: ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পরিষদের সভাপতি হুয়ান গুইদোর কংগ্রেসনাল ডেপুটিকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। 

বুধবার জাতীয় পরিষদের সহ সভাপতি এদগার জামব্রানোকে তার নিজ গাড়ির ভিতরে বসা অবস্থায় গাড়িসহ গাড়িসহ একটি টো ট্রাক দিয়ে টেনে কারাগারে নিয়ে যাওয়া হয়। খবর বিবিসি ও রয়টার্সেরএদিকে, জামব্রানোকে আশু মুক্তি দেওয়া না হলে এর ‘পরিণতি ভোগ করতে হবে’ বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করার পর প্রথম বিরোধী দলীয় কোনো নেতাকে আটক করা হয়। 

জামব্রানোকে আটকের পর হুয়ান গুইদো এক টুইটে বলেন, সরকার দেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে অপহরণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.