ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ এরশাদের

266

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ফণীর আঘাত থেকে নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদেরও দক্ষতা ও সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জীবন ও নিরাপত্তার প্রশ্নে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এরশাদ উপকূলীয় এলাকার মানুষকে নিকটস্থ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পরামর্শ দেন।

জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীদের দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে একই আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

Leave A Reply

Your email address will not be published.