প্রধানমন্ত্রীকে ছেলের বিয়ের দাওয়াত দিলেন সোহেল তাজ

259

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছেলের বিয়ের দাওয়াত দিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের সাথে।

এ প্রসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ মঙ্গলবার (৩০এপ্রিল) একটি পোস্টও দেন তিনি।

সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ই জুলাই- দাওয়াত আর দোয়া নিতে আপার সাথে। ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি।’

এর আগের একটি পোস্টে সোহেল তাজ জানিয়েছিলেন-তার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের সাথে লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) অনুষ্ঠানের কথা।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি সবার সঙ্গে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)। আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি, যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয় ‘

Leave A Reply

Your email address will not be published.