এরশাদের অফিসের তালা ভেঙে ‘৪৩ লাখ টাকা’ চুরি
ঢাকা: জাতীয় পার্টির (জাপা) বনানী অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরির অভিযোগ ওঠেছে। সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জাতীয় পার্টির নেতারা জানান।
রাজধানীর অভিজাত এলাকাটির ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে জাতীয় পার্টির কার্যালয় অবস্থিত। এখানে অফিস করেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী চুরির খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পার্টি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন অফিসটি পরিচালনা করেন। কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ তার কাছেই থাকে। তিনি যে কক্ষে অফিস করেন, সেখানে একটি লকার আছে। সেই লকারটি ভেঙে ৪৩ লাখ টাকা নিয়ে গেছে চোর।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।