পাকিস্তানে বোমা হামলায় ৩ নিরাপত্তাকর্মী নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
এছাড়া এ ঘটনায় আধা-সামরিক বাহিনীরও এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রেহমাত খান বলেন, আফগান সীমান্তবর্তী শহর উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।