চীনা রাষ্ট্রপতি-নৌপ্রধানের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

380

ঢাকা: চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির কিংদাও শহরে উদযাপিত হয়। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং’র  সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

নৌবাহিনীর প্রধান চীনের ঊর্ধ্বতন নৌকর্মকর্তাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে (আইএফআর) অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়।

অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, প্যালেস্টাইনের নৌবাহিনীর প্রধানরাও অংশ নেন। এছাড়া, বিভিন্ন দেশের নৌপ্রধান, উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও ঊর্ধ্বতন নৌপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণচীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ২০১৯ ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান।

Leave A Reply

Your email address will not be published.