শেখ সেলিমের নাতি জায়ানের জানাজা সম্পন্ন
ঢাকা: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ানের জানাজা বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
বুধবার (২৪ এপ্রিল) বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে বাদ আসর তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে শেষ ভালোবাসা জানাতে অপেক্ষা করছেন শত শত মানুষ।
এর আগে আদরের নাতি জায়ানের মরদেহ শেষবারের মতো দেখে এসছেন দাদু শেখ হাসিনা। বুধবার বেলা আড়াইটার পর ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় জায়ানকে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
তারও আগে বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে করে জায়ানের মরদেহ দেশে আসে। মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, পুত্র এবং জায়ানের দুই ভাই এসেছে।
তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।
জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।