মোকাব্বিরকে বেঈমান ও প্রতারক ডাকলেন ফখরুল
ঢাকা: মোকাব্বির বেঈমান ও প্রতারক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বিএনপি মহাসচিব একথা জানান।
ফখরুল বলেন, সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার মাধ্যমে নিজ দল, জনগণ ও ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা করেছেন।
তিনি বলেন, ‘সুলতান মুনসুরের পথ অনুসরণ করে জনগণ ও জাতির সঙ্গে মোকাব্বিরও প্রতারণা করেছেন।’
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করেন আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান।
সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।