বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক আজ

352

ঢাকা: আজ মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল চারদিনের সফরে গত রবিবার ঢাকা এসে পৌঁছেছেন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) রাষ্ট্রদূত রাফায়েল নাগেলি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিষয়ক সচিব রাষ্ট্রদূত কামরুল আহসান বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা এবং মানবিক সহায়তা বিষয়ে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করাই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুই দেশ আলোচনা করবে।

সফরকালে প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

সূত্র : ডিএমপিনিউজ

Leave A Reply

Your email address will not be published.