চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৪

290

আর্ন্তজাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। বিস্ফোরণে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।

বৃহস্পতিবার ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে নাগাদ পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার কারখানায় তীব্র এই বিস্ফোরণ ঘটে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। মনে করা হচ্ছে, সাম্প্রতিককালে চীনে এত বড় শিল্প দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে মারা গেছেন অন্তত ৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে আরও ৩৮ জন মারা যান।

জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। 

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার ভবন ধসে আটকা পড়েন অনেক শ্রমিক।

প্রদেশটির কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের আনা হয়েছে। 

দুর্বল প্রশাসনিক অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে চীনে রাসায়নিক কারখানা ও খনিতে প্রায়ই বিস্ফোরণ ঘটে। 

২০১৫ সালে উত্তর চীনের তিয়ানজিন বন্দরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬০ জন নিহত হন। 

Leave A Reply

Your email address will not be published.