নিউজিল্যান্ডে সরাসরি সম্প্রচার করা হলো আজান ও জুমার নামাজ

301

আর্ন্তজাতিক ডেস্ক: আজ শুক্রবার (২২ মার্চ) নিউজিল্যান্ডে মসজিদে হামলার এক সপ্তাহ পূর্ণ হলো। গত শুক্রবার (১৫ মার্চ) দেশটির ক্রাইস্টচার্চের দুই মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলা হয়। এতে কমপক্ষে ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হন আরও অনেকে।

ওই হামলার পর প্রথম জুমার নামাজ উপলক্ষে আজ নিহতদের স্মরণসভার আয়োজন করে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এ সময় মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতাও পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ।আল-নূর মসজিদের বিপরীত দিকে হ্যাগলে পার্ক নামে খেলার মাঠে আয়োজন করা হয় এই স্মরণসভার। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়। অনেকেই বাচ্চা কোলে নিয়েই যোগ দেয় এই শোক অনুষ্ঠানে।

Leave A Reply

Your email address will not be published.