‘ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রার্থীর, আমাদের নয়’
ঢাকা: নির্বাচনে কত শতাংশ ভোট পড়লো তা নির্বাচন কমিশনের বিষয় নয়, এটা প্রার্থী ও দলের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার দুপুরে ঢাকা অঞ্চলের উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কে এম নুরুল হুদা বলেন, ইসির দায়িত্ব ভোট কেন্দ্র নিরাপদ রাখা। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু প্রার্থীর, আমাদের নয়। আমাদের কাজ শুধু নির্বাচনে প্রেক্ষাপট কেমন হতে পারে বা প্রস্তুতি কেমন হবে তা দেখা। এছাড়া ভোটারদের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে এটুকু বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের।