ক্রিকেটার রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন

421

স্পোর্টস ডেস্ক: ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তার অস্ত্রোপচার করেন নিউরো সার্জন ডাক্তার অ্যালভিন হংয়ের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা।অস্ত্রোপচারের পর রুবেলে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এবং জানান, রুবেলের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি সুস্থ আছেন, কথাও বলতে পারছেন। 

জাতীয় দলের জার্সি গায়ে মোশাররফ রুবেল পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে খেলে ৪টি উইকেট নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে বেশ সফল এই বোলার। ব্যাট হাতে রান করতে পারেন তিনি।  প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ৩৩০৫ রানের পাশাপাশি ৩৯২টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ব্যাট হাতে ১৭৯২ রানের পাশাপাশি বল হাতে ১২০টি উইকেট নিয়েছেন মোশাররফ রুবেল।

Leave A Reply

Your email address will not be published.