বিএনপির আরো ১৮ নেতা বহিষ্কার

240

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরো ১৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (১৬ মার্চ) দলটির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সদ্যসমাপ্ত প্রধম ধাপের উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশ নেয়ায় শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিভিন্ন উপজেলার ১৮ নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তফা আলম মাসুম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, নাজিরপুর উপজেলা শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক সেলিনা বেগম, নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও সহ সভাপতি জেলা মহিলা দল এবং পার্বতীপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাহিদা খাতুন, ফুলবাড়ী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক হাসনা বেগম, বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর রশিদ রতন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক উম্মে কুলসুম বানু, বিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি লিপি বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদিক নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক শাবানা বেগম, জেলা বিএনপির সদস্য ও কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা বেগম সোনা, খানসামা উপজেলা বিএনপির সদস্য এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, হাকিমপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ সভাপতি পারুল নাহার, জেলা মহিলা দলের সদস্য আক্তারা চৌধুরী, হাকিমপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন।

Leave A Reply

Your email address will not be published.