প্রভোস্টের পদত্যাগ ও মামলা প্রত্যাহারের দাবি রোকেয়া হলের শিক্ষার্থীদের

283

ঢাকা: মঙ্গলবার রাত ১০টা থেকে হলের অভ্যন্তরে কয়েক ঘন্টাব্যাপী চলা বিক্ষোভে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পুনরায় নেয়ারও দাবি জানান।

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী তাহমিনা বলেন, ‘ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।’

‘শিক্ষার্থীরা মুক্তভাবে তাদের ভোট দিতে পারেনি। হল কর্তৃপক্ষ কোনোভাবেই অনিয়মের দায় এড়াতে পারে না। এ কারণেই আমরা প্রভোস্টের পদত্যাগ দাবি করছি’, যোগ করেন তিনি।

ডাকসুর নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নূরসহ পাঁচ জনের বিরুদ্ধে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করেন মার্জুকা রায়না নামে রোকেয়া হলের এক শিক্ষার্থী।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ২৫টি পদের মধ্যে ২৩টি পায় ছাত্রলীগ প্যানেল। কিন্তু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

Leave A Reply

Your email address will not be published.