চেলসিকে লজ্জার হার থেকে বাঁচাল হ্যাজার্ড

282

স্পোর্টস ডেস্ক: বড় ধরণের লজ্জা থেকে রক্ষা পেল চেলসি। প্রিমিয়ার লিগে নবাগত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ঘরের মাঠে হারতে বসেছিল ‘ব্লুজ’রা। তবে এডেন হ্যাজার্ডের শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এদিন স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। তবে ৫৬ মিনিটে জিমেনেজের গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। তবে শেষ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাজার্ডের গোলে সমতায় ফেরে চেলসি।২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। উলভারহ্যাম্পটন ৩০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে। 

Leave A Reply

Your email address will not be published.