কাদেরকে দেখতে হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি

263

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে পৌছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

সোমবার (৪ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে দেবী শেঠিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জ্যেষ্ঠ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের ও ডা. হারিসুল হক।

তিনি সিসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখবেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হা‌নিফ জানান, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন।

তিনি বলেন, ‘রোগী (ওবায়দুল কাদের) এখন আগের থেকে অনেক ভাল অবস্থানে আছে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি আশা করি রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

‌সিঙ্গাপুর নেওয়া হ‌বে কিনা এমন প্রশ্নের জবা‌বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘এখানে মেডিকেল বোর্ড আছে তারা পরামর্শ করে সে সিদ্ধান্ত নিবে।’

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরুবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (৪ মার্চ) থেকে বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.