অগ্নিঝরা মার্চ শুরু, এবার পালিত হবে স্বাধীনতার ৪৮ বছর
বাঙালি জাতির অন্তর্নিহিত শক্তির উৎস মার্চ মাস। আর অগ্নিঝরা সেই মার্চের প্রথম দিন আজ। এবারের মার্চ মাসে জাতি পালন করবে মহান স্বাধীনতার ৪৮ বছর পূর্তি। এ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই নানা আয়োজনে মুখরিত থাকবে গোটা দেশ।
একাত্তরের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে ৭ মার্চ তিনি পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো- ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
২৫ মার্চের কালরাতে ‘অপারশেন সার্চলাইট’ নামে বাঙালি নিধনে নামে পাকিস্তানিরা। এর পরের ঘটনাপ্রবাহ প্রতিরোধের ইতিহাস। বঙ্গবন্ধুর নামে আবাল-বৃদ্ধ-বনিতা যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর আসে স্বাধীনতা।