ঘূর্ণিঝড়ের আঘাতে ২২০ ঘর বিধ্বস্ত, আহত ৩০

285

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের আঘাতে ভোলার চরফ্যাশনের জাহানপুর, রসুলপুরসহ বিভিন্ন স্থানে ১৭টি আশ্রয়ন প্রকল্পের ২২০টি ঘর লণ্ডভণ্ড হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বেশকিছু এলাকা পরিদর্শন করে জানান, সোমবার সকালে হঠাৎ করেই ঘূর্ণিঝড়ের আঘাতে গুচ্ছগ্রাম, আশ্রয়ন প্রকল্পের ঘরই বেশির ভাগ বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে।

ইউএনও আরও জানান, ১৭টি আশ্রয়ণ প্রকল্পের ৮৫০ ঘরের মধ্যে ২২০টি বিধ্বস্ত হয়। এতে আহত হয়েছে প্রায় ৩০ জন।

এদিকে জাহানপুর ইউপি চেয়ারম্যান আব্দুর ইউনুছ নসু মিয়া জানান, মাইকেল মধুসূধন দত্ত ও মেজর আব্দুর রশিদ নামের দুটি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি করে ৬০টি ঘর মাটির সঙ্গে মিশে গেছে। এ ছাড়া ওই এলাকার আরও ১২টি ঘর বিধস্ত হয়। পরে এদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, চরফ্যাশনের ওই অঞ্চলেই প্রবল ঘূর্ণিঝড়ে আঘাতপ্রাপ্ত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.