বিমান ছিনতাইকারী পলাশের মরদেহ শনাক্তে চট্টগ্রামে গেলেন বাবা

266

নিউজ ডেস্ক: বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সেনা কমান্ডোদের হাতে নিহত মাহাদীর ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদের মরদেহ শনাক্তে চট্টগ্রামে গেলেন তার বাবা পিয়ার জাহান।

সোমবার রাতে সোনারগাঁও সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম থেকে তাকে নিয়ে রওনা দেয় পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পলাশের মরদেহ শনাক্তের জন্য বাবাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে। পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে যাচ্ছেন তিনি।

এদিকে এ ঘটনায় পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার পতেঙ্গা মডেল থানায় মামলাটি করেন চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার।

সন্ত্রাসবিরোধী আইন-২০১২ এর ৬ তৎসহ বিমান-নিরাপত্তাবিরোধী অপরাধ দমন আইন-১৯৯৭ এর ১১(২)/১৩(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির পরিচালক (পরিকল্পনা) মাহবুব জাহান খানকে প্রধান করে এ কমিটি করা হয়।

এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, রবিবার বিকালে দুবাইয়ের উদ্দেশে ক্রুসহ ১৪৮ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ছিনতাইয়ের কবলে পড়ে বিমানটি।

বিমানের চট্টগ্রামগামী ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন এক ব্যক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়োজাহাজটি জিম্মি করেন। অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়। জরুরি অবতরণের পর পরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.