এমবাপ্পের হাফ সেঞ্চুরি, ভাঙলেন ৩৭ বছরের রেকর্ড

320

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের নতুন চমক ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখিয়ে চলেছেন এই পিএসজি ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে চমক দেখানোর পর পিএসজি’র জার্সিতেও দুর্দান্ত ফর্মে এই তারকা। তারই জের ধরে ছোট্ট ক্যারিয়ারে আরও একটি রেকর্ডে নাম লেখালেন এমবাপ্পে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড।

ঘরের মাঠে শনিবার নিমের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয়ের ম্যাচের শেষ ২১ মিনিটে দুই গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে লিগ ওয়ানে ৮৮ ম্যাচে তার গোলসংখ্যা হলো ৫১টি। ২০ বছর ২ মাস ৩ দিন বয়সে লিগ ওয়ানে গোলের হাফ সেঞ্চুরি করলেন এমবাপ্পে। ফ্রান্সের শীর্ষে লিগে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার আগের রেকর্ডটা ছিল ইয়ানিক স্টোপিরার। ১৯৮২ সালে প্রাক্তন ফরাসি ফরোয়ার্ড ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ২১ বছর ১১ মাস ৯ তিন বয়সে। স্টোপিরার প্রায় ৩৭ বছরের অক্ষত রেকর্ডটা এবার ভেঙে দিলেন আরেক ফরাসি ফরোয়ার্ড।  

Leave A Reply

Your email address will not be published.