ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে কিম

344

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হতে ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী ২৭ তারিখে দ্বিতীয়বারের মতো বৈঠকে মিলিত হতে শনিবার ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে রওনা হন কিম।

তবে উত্তর কোরিয়ার নেতা ভিয়েতনাম সফরের উদ্দেশে রওনা হয়েছেন এটি এখনও নিশ্চিত করেনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।এবার উত্তেজনাপূর্ণ দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করছে ভিয়েতনাম। ভিয়েতনামে আগামী বুধ ও বৃহস্পতিবার ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের কথা রয়েছে।

এই দুই নেতার ভ্রমণের বিষয়ে বা তাদের মধ্যকার শীর্ষ বৈঠকের বিষয়ে এ পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

এর আগে গেল বছরের জুনে ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে বৈঠক করেছিলেন। সেটি ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বৈঠক।

Leave A Reply

Your email address will not be published.