কেলি ক্র্যাফটকে জাতিসংঘে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

336

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেলি ক্র্যাফটকে জাতিসংঘের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। কেলি বর্তমানে কানাডায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘে নিকি হ্যালির জায়গায় নিযুক্ত হবেন।

কেলি ক্র্যাফটকে মনোনীত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, “তিনি আমাদের জাতির জন্য চমৎকারভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং আমার কোনো সন্দেহ নেই যে, কেলির নেতৃত্বে আমাদের দেশকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।”মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কেলি ক্র্যাফটকে “অত্যন্ত যোগ্য ব্যক্তি” হিসেবে উল্লেখ করেন। তিনি আমেরিকার জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে কানাডায় চমৎকারভাবে কাজ করেছেন।

ক্র্যাফট কেনটাকি থেকে রিপাকবলিকান দলের একজন ডোনার ছিলেন। কেনটাকি হতে নির্বাচিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল ক্র্যাফটকে রাষ্ট্রদূত নিয়োগের জন্য সুপারিশ করেন। তবে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্তভাবে  মনোনীত হতে হলে তাকে সিনেটের অনুমোদন পেতে হবে।

Leave A Reply

Your email address will not be published.