চট্টগ্রামবাসীকে মেরিন ড্রাইভের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

350

চট্টগ্রাম প্রতিনিধি : সমুদ্র উপকূল দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খননকাজ ও লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্প উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রবিবার বেলা সাড়ে এগারোটায় এই দুই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার সব সময়ই কিছু না কিছু কাজ করছে। চট্টগ্রামের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতে আরও করা হবে। এ সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল ও শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থনৈতিক এবং আর্থ সামাজিক গুরুত্ব বর্ণনা করে বলেন, এই দুই প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন হবে। চট্টগ্রামের আর্থসামাজিক পরিস্থিতি বদলে যাবে। চট্টগ্রামবাসীর আর দুঃখ থাকবেনা।

এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.