চট্টগ্রামে আরেকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

364

চট্টগ্রাম প্রতিনিধি : দুই মেগা প্রকল্পের উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতোমধ্যে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমান টানেল নির্মাণের মূল খননকাজের উদ্বোধন করেছেন। এরপর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চার লেনের ১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পুরো নগরীকে সাজানো হয়েছে ভিন্ন আমেজে।

নগরীর বিভিন্ন এলাকার রাস্তার ছোট বড় গর্তগুলো সংস্কার করে নতুন করে কার্পেটিং করা হয়েছে, রঙ লাগানো হয়েছে জেব্রাক্রসিং ও আইল্যান্ডসহ সড়কের পাশে থাকা গাছগুলোতেও। নগরীর বিভিন্ন মোড়ের ভাস্কর্যগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করে নতুন রঙে রাঙানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.