৩ মিলিয়ন টাকা দান করে ফের আলোচনায় এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: আবারও মহানুভবতার পরিচয় দিলেন হালের ফুটবল সেনসেশন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা যে বিমানে মারা গেছেন, সেই বিমানের চালক ডেভিড ইবটসনকে খুঁজে বের করার জন্য তৈরি করা তহবিলে এবার ২৭ হাজার পাউন্ড (প্রায় ৩০ লাখ টাকা) দান করলেন তিনি।
ফ্রান্সের নঁতে থেকে যুক্তরাজ্যগামী দুর্ঘটনায় পতিত সেই বিমানের যাত্রী ফুটবলার সালাকে কয়েকদিন পর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলেও চালক ডেভিড ইবটসনের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। ইবটসনকে খোঁজার জন্য তৈরি করা তহবিলে রবিবার পর্যন্ত প্রায় ১ লক্ষ ৩০ হাজার পাউন্ড পরিমাণ অর্থ সংগৃহীত হয়। সংগ্রহকারীদের লক্ষ্য অন্তত ৩ লক্ষ পাউন্ড সংগ্রহ করা। কিলিয়ান এমবাপে ছাড়াও তহবিলে অর্থ দান করেছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক গ্যারি লিনেকার।তবে এমবাপ্পের দানের হাত নতুন নয়। এর আগে, ২১তম বিশ্বকাপ থেকে এমবাপ্পের পাওয়া ৩ লাখ ৮৪ হাজার পাউন্ড, যার পুরোটাই তিনি দান করে দেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামক এক দাতব্য সংস্থাকে। সংস্থাটি প্রতিবন্ধী শিশু ও হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে কাজ করে।