প্যারিসে আবারও বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ সাপ্তাহিক ছুটির দিনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে হলুদ জ্যাকেট (ইয়েলো ভেস্ট) আন্দোলনকারীরা শনিবার ১৩ তম সপ্তাহে বিক্ষোভে নামলেও একটি বিস্ফোরণের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে চার হাজারসহ সারা দেশে ১২ হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছে। তবে পুলিশ সূত্র এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের পাশ দিয়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার লোক। মিছিলটি শান্তিপূর্ণ হলেও কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর প্রতি বিভিন্ন জিনিস ছুঁড়ে মেরেছে। এছাড়া একটি স্কুটার ও পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ এবং কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘স্টিং বল গ্রেনেড’ ছুড়েছে। এক বিক্ষোভকারী গ্রেনেডটি উঠিয়ে পাল্টা পুলিশের দিকে ছুড়ে মারার সময় সে গুরুতর আহত হয়েছে। আরেকজন দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে।