ছয় বছরে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার সর্বোচ্চ

333

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু ২০১৮ সালেই ৩২১ জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন, যা ছিল গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। মার্কিন সরকারি নথি ঘেটে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের আত্মহত্যার তথ্য প্রকাশ করতে চায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিলিটারি ডটকমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর যে ৩২১ জন সেনা আত্মহত্যা করেছেন, তার মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন মার্কিন বিমান বাহিনী এবং ১৩৮ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন।আত্মহত্যার এই সংখ্যা ২০১২ সালের আত্মহত্যার সংখ্যার মতোই। তবে প্রকৃত তথ্য উঠে এলে এই সংখ্যা আরও বেশি হতো বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সাল থেকেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সামরিক বাহিনী।

সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না, যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে মার্কিন সেনাবাহিনীতে।

Leave A Reply

Your email address will not be published.