বাঁচার লড়াই করছি: রোনালদোর মা

348

স্পোর্টস ডেস্ক: স্তন ক্যানসারে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ডলোরেস আভেইরো। স্পেনের রাজধানী মাদ্রিদে রেডিওথেরাপির পরে রোনালদোর মা পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘মাদ্রিদে অন্য স্তনটিতে অস্ত্রোপচার হয়েছে। রেডিওথেরাপিও করা হয়েছে। এখন জীবন বাঁচানোর জন্য লড়াই করছি।’’

তার ক্যানসার অবশ্য এবারেই প্রথম ধরা পড়ল না। এর আগে ২০০৭ সালে স্তনের ক্যানসার ধরা পড়ার পরে একপ্রস্থ অস্ত্রোপচার করা হয়েছিল। তারপরে নিয়ম মেনে রেডিওথেরাপি-পর্ব সারার পরে মনে করা হয়েছিল বোধ হয় রোগকে দূরে সরিয়ে রাখতে সফল হয়েছিলেন তিনি। ২০০৯ সালে রোনালদো একটি ক্যানসার হাসপাতালে ১ লক্ষ ইউরো দান করেন, যেখানে তাঁর মা আরোগ্য লাভ করেছিলেন।তবে পুরনো আতঙ্ক ফিরিয়ে ফের একবার ডায়াগনসিসে ধরা পড়ল ক্যানসার। তবে দ্বিতীয় বারের অস্ত্রোপচার কবে হয়েছে, তা জানাননি তিনি। তাঁর বক্তব্য, ‘‘দ্বিতীয়বারের বিষয়টি কেউ জানে না।’’

Leave A Reply

Your email address will not be published.