জার্মানি সফর উপলক্ষে ডয়চে ভেলেকে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী

324

আসন্ন জার্মানি সফর উপলক্ষে জার্মান টেলিভিশন ডয়চে ভেলেকে আজ একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়।

প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার পর আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (নিরাপত্তা সম্মেলনে) অংশ নিবেন। এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মেয়াদে প্রথম বিদেশ সফর।

দুদেশের মধ্যকার বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছবি : আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, আসন্ন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বৈঠকে সম্ভাবনার নতুন দ্বার উম্মোচিত হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি জার্মান বিনিয়োগ আহ্বান করতে পারেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুুধাবিতে ১৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলন এবং ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়েছিলেন। এবারও তিনি এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে জার্মানিতে ওই সম্মেলনে অংশ নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফর শেষে ২০ তারিখ তিনি ঢাকায় ফিরতে পারেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময় ওই দেশটির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.