‘বিশ্বকাপেও তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি’

336

ঢাকা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মন্তব্য করেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিসিবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ক্রিকেটের উন্নতিসহ আরো বিভিন্ন বিষয় আলোচনা হয়। এর মধ্য বিশেষ করে আলোচিত হয় আইসিসির ইভেন্ট বাংলাদেশে আয়োজনের বিষয়ে। তবে খুব শিগগিরই সেটা সম্ভব না বলে জানিয়েছেন তিনি। কারণ ২০২৩ পর্যন্ত আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম প্রস্তুত আছে। তাই আপাতত বাংলাদেশে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন সম্ভব নয়।

তিনি বলেন, যদিও আশা করছি এশিয়ার দলগুলো এবারের আসরে ভালোই করবে। দেখুন আমাদের ২০২৩ পর্যন্ত সফরসূচিগুলো ঠিক হয়ে গেছে। আপাতত বাংলাদেশে কোন আইসিসি ইভেন্ট আয়োজন সম্ভব না।

উঠতি ক্রিকেট দলগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আদর্শ বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা নিশ্চয়ই ভালো করবে বলেও মন্তব্য করেছেন এই সাবেক বিসিসিআই সভাপতি।

দেশের ক্রিকেটের উন্নতির সঙ্গে সঙ্গে ঢাকা শহরের উন্নতিও চোখে পড়েছে আইসিসি সভাপতির। তিনি বলেন, আমি এ নিয়ে তৃতীয়বার ঢাকায় আসলাম। গত ৮ বছরে আপনাদের শহরে অনেক পরিবর্তন হয়েছে যা পুরোটাই ইতিবাচক।

আর ক্রিকেট নিয়ে আলাদা করে কি বলবো, নাজমুল হাসান পাপনের অধীনে আপনাদের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন হরহামেশাই ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিচ্ছে। ধারাবাহিকভাবে এ পারফরম্যান্স করতে পারলে দ্রুতই তারা র‌্যাংকিংয়ের অনেক ওপরে উঠে যাবে। বিশ্বকাপেও তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি।

সন্ধ্যায় সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডায়নামাইটসের মধ্যকার বিপিএলের ফাইনাল ম্যাচটি মিরপুরের হোম ক্রিকেটে বসে উপভোগ করবেন শশাঙ্ক মনোহর। গত ৬ ফেব্রুয়ারি বিকেলে তিনি সস্ত্রীক ঢাকায় আসেন।

Leave A Reply

Your email address will not be published.