সৌদি আরবে বিশেষ সম্মাননা পদক পেলেন জেনারেল আজিজ

320

ঢাকা: সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাবাহিনী প্রধানকে এই মেডেল পরিয়ে দেন।

এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ ও সেনাপ্রধানের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানকে এই সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের সাতদিনের এই সরকাররি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

Leave A Reply

Your email address will not be published.