ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

314

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার মিত্ররা এখন থেকে আর দেশটির জনগণের সম্পদ হরণ করতে পারবে না।প্রসঙ্গত, ভেনিজুয়েলার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হচ্ছে এই রাষ্ট্রীয় তেল কোম্পানি।

উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধী নেতা হুয়ান গাইডো। তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, ইরান ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ।

সূত্র: আলজাজিরা

Leave A Reply

Your email address will not be published.