হাত ভেঙে দিয়ে ক্ষমা চাইলেন প্রিন্স ফিলিপ

314

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ প্রিন্স ফিলিপের গাড়ির ধাক্কায় গত ১৭ জানুয়ারি ইলি টাউনসেন্ড ও এমা ফেয়ারওয়েদার নামের দুই নারী আহত হন। এতে এমা ফেয়ারওয়েদার নামের একজনের কবজি ভেঙে যায় ও ইলি পায়ে আঘাত পান।তবে তাদের কাছে কোনো ক্ষমা না চাওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়।

প্রিন্স ফিলিপ নিজে থেকে সেই আহতদের সঙ্গে যোগাযোগ না করা ক্ষোভ প্রকাশ করেন তারা। এর প্রেক্ষিতে অবশেষে ক্ষমা চেয়েছেন প্রিন্স ফিলিপ। তিনি জানান, ওই ঘটনার জন্য তিনি গভীরভাবে দুঃখিত। তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপ আরও জানান, তিনি ইলি টাউনসেন্ডের গাড়িটিকে দেখতে পাননি। সেই জন্যই এ সংঘর্ষ হয়। ওই ঘটনার পরপরই এক পুলিশ কর্মকর্তার পরামর্শে তিনি তার সান্ড্রিংহাম হাউজে ফিরে যান। সূত্র: টেলিগ্রাফ

Leave A Reply

Your email address will not be published.