ভারতীয় ক্রিকেট দলকে কিউই পুলিশের ‘হুমকি’!

305

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ঘরের মাঠে কোহলি-ধোনিদের বিপক্ষে এমন হারের জেরে কিউই ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে সমর্থকরা।সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ২৮ জানুয়ারি (সোমবার) আবারও মুখোমুখি হবে দুই দল। তবে তার আগে কিছুটা ভয়েই রয়েছে যেন ভারতীয় দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে হুমকি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট-বল হাতে ভারতীয় ক্রিকেটারদের দেখা গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির পুলিশ!

নিশ্চিয়ই ভাবছেন, কী এমন অপরাধ করেছে কোহলি-ধোনিরা?

আসলে কিউই ক্রিকেটারদের ব্যঙ্গ করতেই মজা করে এমন কথা বলেছে দেশটির ইস্টার্ন ডিস্ট্রিক পুলিশ।

ঘরের মাঠে যেন প্রতিরোধই গড়তে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিষয়টি মানতে পারছেন না দেশটির সমর্থকরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে এ ধরনের একটি পোস্ট দিয়েছে ইস্টার্ন ডিস্ট্রিক পুলিশ।

ওই পোস্টে লেখা ছিল, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ড সফররত একটি দলের সদস্যদেরকে সতর্ক করছে পুলিশ। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, এই দলটি গত সপ্তাহে নেপিয়ার ও মাউন্ট মাউঙ্গানুইয়ে নিরপরাধ অনেক নিউজিল্যান্ডবাসীকে খুব বাজেভাবে লাঞ্ছনা করেছেন। এ দলের সদস্যদের সঙ্গে ক্রিকেট ব্যাট-বল সদৃশ কোনো কিছু দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।’

ইস্টার্ন ডিস্ট্রিক পুলিশের ফেসবুক পেজের ওই পোস্ট তুমুল সাড়া ফেলেছে ক্রিকেট ভক্তদের মাঝে। লাইক-কমেন্টের পাশাপাশি ওই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন ক্রিকেট ভক্তরা।

Leave A Reply

Your email address will not be published.