সুকান্তের কবিতার যে পংক্তিতে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী

286

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেওয়ায় সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের মানুষের উন্নতির জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সুকান্ত ভট্টাচার্যের কবিতার পংক্তি উচ্চারণ করে বলেছেন, ‘যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,/ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিজয় সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

তিনটার পরে সমাবেশ স্থলে আসেন শেখ হাসিনা। সাড়ে চারটার কিছু পরে তিনি ভাষণ শুরু করেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

সমাবেশ বেলা আড়াইটায় শুরু হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টায়। এর আগে সকাল ১১টায় সমাবেশস্থলে প্রবেশের ফটকগুলো খুলে দেওয়া হয়।

সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে সোহরাওয়ার্দী ও এর আশপাশের এলাকা।

বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা ও তার আশপাশের জেলার আওয়ামী লীগ ও দলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে দলটি। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গেও প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পর এ বিজয় সমাবেশকে স্মরণীয় করে রাখতে বিপুল জনসমাগমের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে কয়েক লাখ লোকের সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শপথ নেয়নি মাত্র ৮ আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

Leave A Reply

Your email address will not be published.