সৌদি নারীদের বিয়ে করতে পারবেন বাংলাদেশিরা, মিলবে যেসব সুযোগ-সুবিধা

304

ঢাকা: সৌদিতে অবস্থানরত কোনো বিদেশী অভিবাসী যদি কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন সুবিধা পাবেন।

সৌদি আরবের নারীদের বিয়ে করতে পারবে বাংলাদেশিসহ বিদেশীরা। শুধু তাই নয় এসব পুরুষদের ভাতাও দেবে দেশটির সরকার।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বিদেশী অভিবাসীদের জন্য এমনই সুখবর জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আরব নিউজের এক খবরে।

ওই প্রতিবেদনে বলা হয়, সৌদিতে কোনো বিদেশী অভিবাসী যদি কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন সুবিধা পাবেন। তবে এজন্য ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।

সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছেন সেদেশের অনেক নারী। এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি নিষেধ তুলে নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.