মেসি, দেম্বেলের নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে বার্সা

285

স্পোর্টস ডেস্ক: প্রথম পর্বের হারের পর বৃহস্পতিবার রাতে উসমান দেম্বেলে ও লিওনেল মেসির নৈপুণ্যে লেভান্তের মাঠে বড় ব্যবধানে জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে নিশ্চিত করেছে বার্সালোনা। 

কাতালান ক্লাবটি কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধান নিয়ে শেষ আট নিশ্চিত করে। গত সপ্তাহে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল লেভান্তে।ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা গত চারবারের চ্যাম্পিয়নরা ৩০তম মিনিটে গোলের দেখা পান। প্রতিপক্ষের ভুলে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন দেম্বেলে। এর ঠিক পরের মিনিটেই মেসির পাস ডি-বক্সে ধরে ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে গোলরক্ষককে কাটাতে গেলে গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে দেম্বেলে ও নেলসন সেমেদোর সহযোগিতায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। এতে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সালোনা।

Leave A Reply

Your email address will not be published.