প্রধানমন্ত্রীকে ৬ উপদেষ্টার অভিনন্দন

373

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী পদমর্যাদায় পুরনো দায়িত্বে বহাল থাকা তার ৬ উপদেষ্টা। বুধবার রাতে এ তথ্য জানা গেছে।

অভিনন্দন জানানো উপদেষ্টারা হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টার ড. গওহর রিজভী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তোফিক-ই-এলাহী চৌধুরী ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এর আগে মঙ্গলবার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে গত দুইদিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং গণভবনে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ইউরোপীয় আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave A Reply

Your email address will not be published.