পারিবারিক নাম পরিবর্তন করলেন সেই সৌদি তরুণী
আর্ন্তজাতিক ডেস্ক: কুয়েত থেকে পরিবার ছেড়ে কানাডায় আশ্রয় পাওয়া সেই সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন নিজের নাম পরিবর্তন করেছেন। সে তার নাম থেকে পারিবারিক নাম আল-কুনুন বাদ দিয়েছে। এখন থেকে তার নাম রাহাফ মোহাম্মদ।
মঙ্গলবার টরেন্টোতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে রাহাফ। সংবাদ সম্মেলনে রাহাফ বলেছে, আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। কারণ, সৌদি আরব থেকে পালাতে গিয়ে অনেক মেয়ে নিখোঁজ হয়ে গেছে। অনেক মেয়েই সৌদি আরবের বাস্তবতাকে বাধ্য হয়ে মেনে নিচ্ছে।
সম্প্রতি রাহাফ মোহাম্মদ শরণার্থী বিষয়ক দফতর থেকে কানাডায় আশ্রয় পেয়েছেন। ওই তরুণী অবশ্য চেয়েছিলেন অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়ে সেখানেই পড়াশোনা শেষ করতে। তবে কানাডায় যেতেও তার আপত্তি নেই বলে জানান ওই তরুণী।
এদিকে রাহাফের কানাডায় আশ্রয় পাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর গত সোমবার তার পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে রাহাফকে মানসিক ভারসাম্যহীন মন্তব্য করে পরিবার তাকে ত্যাজ্য করেছে বলে জানা গেছে।