জুলহাস-তনয় হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন গ্রেপ্তার

268

ঢাকা: ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের নিজ বাসায় জুলহাস মান্নান ও থিয়েটারকর্মী মাহবুব তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা।

ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্না এবং তার বন্ধু তনয় হত্যাকাণ্ডের অন্যতম প্রধান সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের উপকমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে গত বছরের ২২ জুলাই আরেক সন্দেহভাজন শেখ আবদুল্লাহ এবং তার সহযোগী জুবাইর, যায়েদ, জাবেদ ও ওমায়েরকে গ্রেপ্তার করা হয়।  

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের নিজ বাসায় জুলহাস মান্নান ও থিয়েটারকর্মী মাহবুব তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা।

Leave A Reply

Your email address will not be published.