হোয়াটসঅ্যাপের প্রলোভনে ছড়াচ্ছে ম্যালওয়্যার

384

হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ডাউনলোডের প্রলোভনে বার্তার মাধ্যমে ম্যালওয়্যার (ক্ষতিকর প্রগ্রাম) আক্রমণ চালাচ্ছে সাইবার অপরাধীরা। বার্তায় জানানো হয়, ‘হোয়াটসঅ্যাপ গোল্ড’ সংস্করণ ডাউনলোড করলেই ভিডিও চ্যাট সংরক্ষণের পাশাপাশি একসঙ্গে ১০০ জন বন্ধুকে ছবি পাঠানো যাবে। শুধু তা-ই নয়, মনের ভুলে হোয়াটসঅ্যাপ বন্ধুদের পাঠানো বার্তাগুলো যেকোনো সময় মুছে ফেলারও প্রলোভন দেওয়া হয়।

আকর্ষণীয় ফিচারগুলো পরখ করতে হ্যাকারদের পাঠানো লিংকে ক্লিক করলেই ভুয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু হয় এবং ব্যবহারকারীদের ডিভাইসে আঘাত হানে ম্যালওয়্যার। এসব ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করেই গোপনে ব্যবহারকারীদের সব তথ্য সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ভুয়া বার্তাটিতে ক্লিক না করে মুছে ফেলার অনুরোধ জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় একই ধরনের হালনাগাদ সংস্করণ ডাউনলোডের প্রলোভনে বার্তা বিনিময়ের অ্যাপটিতে ম্যালওয়্যার আক্রমণ চালিয়েছিল সাইবার অপরাধীরা।

সূত্র : মেইল অনলাইন

Leave A Reply

Your email address will not be published.